বাংলা সংবাদ মাধ্যম

বিএনপি নেতা জুয়েল কারামুক্ত

জাতীয়তাবাদী ছাএদলের সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, দীর্ঘদিন কারা ভোগের পর ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন।

মঙ্গলবার (২১মে) রাত ৭:০০ টার দিকে তিনি মুক্তি লাভ করেন। স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সাদরাজ জামান, নজরুল ইসলাম নোমান, সালেহ আহমেদ কাঞ্চন, সওগাতুল ইসলাম সাগির, এবিএম মুকুল, সাহাবুদ্দীন সিকদার, ডালিম, হুমায়ুন কবির, মির্যা ইয়াছিন সহ স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতৃবৃন্দ।

স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাএদল সহ অন্যান্য সংগঠনের বিভিন্ন পর্যায়ের পাঁচ শত নেতাকর্মী তাকে কেরানীগঞ্জ জেলগেটে থেকে গ্রহন করে ফুলেল সংবর্ধনা দিয়ে ৩০ টি মাইক্রোবাস শতাধিক মটর বাইকের বহর দিয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নিয়ে আসা হয়।

এ সময় জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ইকবালের  নেতৃত্বে জিয়ামঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সহ বিএনপির অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মীরা তাকে ফুলেল সংবর্ধনা ও মূর্হু মুর্হু শ্লোগানে বরণ করে নেন।

Leave A Reply

Your email address will not be published.