রিপোর্টঃ কাইয়ুম হোসেনঃ গত ০৫ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায়, নয়াপল্টনে বায়রা গনতান্ত্রিক যুব ঐক্য মহাজোটের অফিসে, মহাজোটের নীতিনির্ধারণী, উপদেষ্টা ও সদস্যদের উপস্থিতিতে জরুরী সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় বায়রা গনতান্ত্রিক যুব ঐক্য মহাজোটের ২১ জন উপদেষ্টা ও আহবায়ক ১ জন, ১২ জন যুগ্ম আহবায়ক , ১ জন সদস্য সচিব ও ১২ জন যুগ্ম সদস্য সচিব নিয়ে সর্বমোট ১১১ জন সদস্য নিয়ে আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়। বায়রা গনতান্ত্রিক যুব ঐক্য মহাজোটের পৃষ্ঠ পোষক এম এ রশিদ শা সম্রাট উক্ত কমিটি ঘোষণা করেন এবং বায়রা গনতান্ত্রিক যুব ঐক্য মহাজোটের প্রধান উপদেষ্টা হিসেবে নাম ঘোষণা করেন সাবেক এম, পি. মজিবুর রহমান মজু, ও ফজলুল মতিন তৌহিদকে আহ্বায়ক ঘোষণা করেন এবং মোহাম্মদ মোজাম্মেল হককে সদস্য সচিব ঘোষণা করেন। সাথে সাথে ১২ জন যুগ্ম আহবায়ক ও ১২ জন যুগ্ম সদস্য সচিব নিয়ে মোট ১১১ জনের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন – বায়রা গনতান্ত্রিক যুব ঐক্য মহাজোটের উপদেষ্টা এ কে এম মোয়াজ্জেম হোসেন, কাজী এম এ করিম বেলাল, জাহাঙ্গীর আলম, নবনির্বাচিত আহ্বায়ক ফজলুল মতিন তৌহিদ, যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুল মতিন, লায়ন নুরুল আলম, আবদুল লতিফ সমির, এম ডি আল আমিন ও সদস্য সচিব মোহাম্মদ মোজাম্মেল হক সহ মহাজোটের নেএীবৃন্দ।
পরিশেষে নবনির্বাচিত আহব্বায়ক ফজলুল মতিন তৌহিদের কাছে নবনির্বাচিত কমিটির দায়িত্ব বুঝিয়ে দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।