বাংলা সংবাদ মাধ্যম

বায়রার চলমান সংকট ও উত্তরণের উপায় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টঃ কাইয়ুম হোসেনঃ সৌদি আরবের একক ভিসার বহির্গমন ছাড়পত্র বন্ধ ও টিকেট এর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও  লেবার ফেয়ার ঘোষণার দাবি সহ চলমান সংকট ও উত্তরণের উপায় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ বায়রার সদস্যবৃন্দের আয়োজনে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বর্তমান উপদেষ্টাদের কাছে ১২ টি প্রস্তাব তুলে ধরা হয়। প্রস্তাবগুলি হলো, সৌদি আরবের একক ভিসায় সত্যায়ন ছাড়া পূর্বের নিয়মে বহির্গমন ছাড়পত্র প্রদান করতে হবে, কর্মী রিসিভিং কান্ট্রি লেবার উইং, এ পর্যন্ত দক্ষ লোক বৃদ্ধি করে কর্মীদের সমস্যা ও রিক্রুটিং এজেন্সির সমস্যা সমাধান ও সহযোগিতা নিশ্চিত করতে হবে, টিকিটের উচ্চমূল্য বন্ধ করে লেবার ফেয়ার চালু করতে হবে, সকল রিক্রুটিং এজেন্সির সক্ষমতা অনুযায়ী সকল দেশে কর্মী প্রেরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত লাইসেন্স নবায়নে কর্মী প্রেরণের বাধ্যবাধকতা ২০০ কোটা বন্ধ করতে হবে, জনশক্তি সেক্টরকে ক্ষতিগ্রস্ত করা ষড়যন্ত্র ও অভিবাসন পরিপন্থী কালাকানুন প্রণয়নের অপচেষ্টা বন্ধ করতে হবে,

সারাদেশে বিএমইটির অকার্যকর প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে যুগোপযোগী করে কার্যকর করতে হবে, বৈষম্য যুক্ত রিক্রুটিং লাইসেন্স এর অনৈতিক শ্রেণীবিন্যের বন্ধ করতে হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বায়রা সাবেক মহাসচিব, কাজী মোঃ মফিজুর রহমান, প্রদান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর, এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন বায়রার ভারপ্রাপ্ত সভাপতি আবুল বারাকাত ভূইয়া , বায়রার যুগ্ম মহাসচিব এম টিপু সুলতান, রিক্রুটিং এজেন্সি মেম্বারস ক্লাবের আহবায়ক কে.এম. মোবারক উল্লাহ শিমুল, শফিকুল আলম ফিরোজ সহ আরো অনেকে।

Leave A Reply

Your email address will not be published.