কাইয়ুম হোসেনঃ
জমি ও ফ্ল্যাটে বিনা প্রশ্নে কালোটাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার খুশি আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব নেতারা। তাঁরা বলছেন, বিনা প্রশ্নে কালোটাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত বাস্তবসম্মত ও সময়োপযোগী। প্রস্তাবিত বাজেটে এই সুযোগ থাকায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান নেতারা।
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি মো. ওয়াহিদুজ্জামান। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ রোববার এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহাবের সহসভাপতি এম এ আউয়াল, মোহাম্মদ আক্তার বিশ্বাস, দেলোয়ার হোসেন, পরিচালক মুহাম্মদ লাবিব বিল্লাহ প্রমুখ।
ফ্ল্যাট নিবন্ধন ব্যয় কমানোর দাবি জানিয়েছেন রিহ্যাবের সভাপতি। তিনি বলেন, আবাসন খাত থেকে রাজস্ব আদায়ের ধরন পরিবর্তন করা দরকার। বর্তমানে নিবন্ধন ফি ২২ শতাংশ। এটা কমানো হলে ক্রেতারা জমির সঠিক মূল্য দেখাতে উৎসাহিত হবেন। ফলে অপ্রদর্শিত অর্থ সৃষ্টি স্বাভাবিকভাবে কমে আসব। তিনি এই ফি ৭ শতাংশে নামিয়ে আনার দাবি করেন।