বাংলা সংবাদ মাধ্যম

বাংলাদেশের ছেলে সিয়াদাত রাজ এখন বুর্জ খলিফার সর্বোচ্চ চূড়ায়

আজ পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং বুর্জ খলিফাতে ৯২ তলায় অফিস করছেন জনপ্রিয় ছাত্রনেতা সিয়াদাত রাজ। যিনি একসময় রাজনৈতিক আন্দোলন এবং বড় বড় আন্দোলনগুলোর সমন্বয়ক হিসেবে কাজ করে ছিলেন।

পরবর্তীতে তার বাবা-মার চাপে পড়ে দেশ ত্যাগ করতে বাধ্য হন এবং দেশ ত্যাগ করার পর বিদেশে যাওয়ার পরও তিনি কয়েকবার হামলার শিকার হন, অবশেষে সকল বাধা সামলিয়ে তিনি আজ সফল এবং স্বাধীন একজন মানুষ হিসেবে, আরেক সাহসী এবং জীবন সংগ্রামী নায়ক আরাভ খানের বদৌলতে পৃথিবীর সর্বোচ্চ ইমারত বুর্জ খলিফায় অফিস করছেন।

মানুষের সাথেই পরিচয় হয় আর আন্তরিকতা থাকলে তৈরী হয় ভালো একটি সম্পর্ক ঠিক তেমনি দুবাইতে যখন তার জীবন নাভিশ্বাস হয়ে উঠছিলো তখনই দ্বৈবচক্রে তার সথে পরিচয় হয় আরভ খানের এবং পরবর্তীতে সম্পর্ক গড়ায় আন্তরিকতায়।

তার বাবার নিজস্ব ব্যাবসা প্রতিষ্ঠান থাকা সত্বেও নিজের ছেলের নিরাপত্তার জন্য সিয়াদাত রাজকে নিয়ে আসেন এই দুবাইতে। তিনি বলেন যে, মানুষ চেষ্টা করলে সবকিছুই সম্ভব এবং আল্লাহর কাছে সব সময় চাইতে হবে।

তিনি বর্তমানে ভালো অবস্থানে আছেন এবং এটা বাংলাদেশীদের জন্য একটা গর্বের বিষয় যে বাংলাদেশের একটি ছেলে বুর্জ খলিফায় অফিস করে।

Leave A Reply

Your email address will not be published.