রিপোর্ট : মোঃ সোহাগ মিয়া: ২০ মার্চ ২০২৫ইং বৃহস্পতিবার জামালপুর জেলার ইসলামপুরে নোয়ারপাড়া ইউনিয়নে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।নোয়ারপারা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি জানো পুনর্বাসন বিষয়ক সম্পাদক ওয়ারেস আলী সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব এ এস এম আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব নবী নেওয়াজ খান লোহানী বিপুল জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সভাপতি জনাব জয়নাল আবেদীন সরকার উপজেলা বিএনপির সহ সভাপতি হেলাল উদ্দিন নোয়ারপারা ইউনিয়ন বিএনপির কো-অর্ডিনেটর উপজেলা ও পৌর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান খান লোহানী সোহাগ সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সবধরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান চৌধুরী, প্রধান অতিথিত তার বক্তব্যে এদেশের গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব পরীক্ষিতভাবে বিএনপির হাতেই সবচেয়ে বেশি নিরাপদ বলে মনে করেন তাই আগামী দিনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে দলীয় নেতাকর্মী সহ জনগণকে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনগণের উপস্থিতিতে ইফতার মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খানের সহধর্মিনীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।