মাসব্যাপী অমর একুশে বইমেলার বাকি মাত্র দু’দিন। শেষ সময়ে, পাঠক-ক্রেতাদের আনাগোনা বেড়েছে কয়েকগুণ। স্টল থেকে স্টলে ঘুরে কিনছেন পছন্দের বই।
বেশিরভাগ দোকানেই রয়েছে পাঠক-ক্রেতাদের বাড়তি চাপ। বই বিক্রির হিড়িকে খুশি বিক্রেতারাও। প্রথমদিকে আশাহত হলেও অনেক প্রকাশকই এখন সন্তুষ্ট। তবে মেলার স্টলবিন্যাশ ও ধুলোবালি নিয়ে রয়েই গেছে আক্ষেপ।
এদিকে, শেষ সময়ও আসছে নতুন বই। পাঠকের কাছে নিজের লেখা উপস্থাপনের প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন নতুন লেখকরা। সোমবার (২৬ ফেব্রুয়ারি) নতুন বই এসেছে ২৪৬টি। ফলে মেলায় মোট নতুন বইয়ের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৮১টি।
এবার, লিপ ইয়ার বা অধিবর্ষ হওয়ায় ফেব্রুয়ারি মাসে একদিন বেশি পাওয়া যাচ্ছে। তাই মেলার সময়টাও বাড়ছে। মার্চের শুরুতেই সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। এ দু’দিনের জন্য মেলার সময় বাড়াতে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির কাছে দাবি জানিয়েছেন প্রকাশকরা।