বাংলা সংবাদ মাধ্যম

পূজা চেরির মা আর নেই

চিত্রনায়িকা পূজা চেরির মা আর নেই। রোববার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে তার মা ঝর্ণা রায় মিরপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

তিনি জানান, পূজার মা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। এছাড়াও তিনি ডায়াবেটিসের রোগী। কয়েক সপ্তাহ আগে তার শারীরিক অবস্থার অবনতি হয়। ফলে মিরপুরের একটি হাসপাতালে তাকে নেওয়া হয়। আইসিইউতেও নেয়া হয়েছিল ঝর্ণা রায়কে।

তবে কিছুটা সুস্থ হয়ে উঠলে তাকে বাসায় আনা হয়। আজ হুট করেই সবাইকে ছেড়ে চলে যান না ফেরার দেশে।

Leave A Reply

Your email address will not be published.