আইনজীবী সমিতির নির্বাচনে জালিয়াতি করে সুপ্রিম কোটের মতো জায়গাকে কলঙ্কিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নাটক করে, মামলা করে বিএনপিপন্থি আইনজীবীদের গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রোববার (১০ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া সাইবার ফোর্সের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এ সময় রিজভী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে অনেক তরুণকে কারাগারে বন্দি রাখা হয়েছে। এক রকম বিনা বিচারেই অনেকে কারাদণ্ড ভোগ করছেন।
সুপ্রিম কোর্ট নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জালিয়াতি মাধ্যমে সুপ্রিম কোটের ফলাফল প্রকাশ করা হয়েছে। ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের সাদা শার্ট পরিয়ে ভোট জালিয়াতির জন্য নিয়ে যাওয়া হয়। সুপ্রিম কোর্টের মতো জায়গাকে কলঙ্কিত করা হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।