বাংলা সংবাদ মাধ্যম

দুর্নীতিবাজ এর তালিকায় এবার শামসুল হক

নিজেস্ব প্রতিবেদকঃ পর্ব-১: বাংলাদেশ স্কাউটস একটি অরাজনৈতিক সংগঠন কিন্তু রাজনীতি যেন এই প্রতিষ্ঠানের পিছু ছাড়ছেনা। ফেসীবাদ সরকারের আমলে দুর্নীতিবাজ সচিব ও বাংলাদেশ স্কাউটস এর নির্বাচিত প্রধান জাতীয় কমিশনার শাহ কামাল এর পক্ষ নিয়ে নির্বাচন করে এই দুর্নীতিবাজ কর্মকর্তা শামসুল হক।

টাকার বিনিময়ে প্রধান জাতীয় কমিশনার এর পক্ষ নিয়ে কাজ করে এই ফেসীবাসীর দোসর। দুষ্টু প্রকৃতির এই কর্মকর্তা বহু দুর্নীতির সাক্ষী।

সম্প্রতি বহুল আলোচিত কাবিং প্রকল্পের ১০ কোটি টাকা বাদ্যযন্ত্র কেনায় দুর্নীতি হয় এবং সেই দুর্নীতিবাজদের বাচাতে টাকার বিনিময়ে কাজ করে এই শামসুল হক । আবার নিজেই বেশী টাকা খাওয়ার জন্য ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক থাকাকালীন সময়ে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করবে বেলে চাপ প্রয়োগ করে।

এই কর্মকর্তা বাংলাদেশ স্কাউটস এ যখনই জাতীয় সদর দফতরে আসে তথনই একটি চক্র গড়ে তোলে যারা কাজকর্ম বাদ দিয়ে শুধু কার কি ক্ষতি করা যায়, এইগুলো খুজে বেরায় বলে অভিযোগ পাওয়া যায়।

এই দুর্নীতিবাজ কর্মকর্তা বাংলাদেশ স্কাউটস এর বিভাগীয় কর্মচারীদের বঞ্চিত করে টাকার বিনিময়ে তার নিকট আত্মিয় স্বজনদের চাকুরী প্রদান করে। তিনি নির্বাহী পরিচালক হওয়ার জন্য ও সিনিয়রিটি পাওয়ার জন্য অতীতে সাংবাদিকদের টাকা দিয়ে তার সমসাময়ীকদের বিরুদ্ধে পত্র পত্রীকায় নেগেটিভ নিউজ ছড়ানোর ক্ষেত্রেও ভূমিকা পালন করে। বাকি অংশ পরের পর্বে আসছে।

Leave A Reply

Your email address will not be published.