বাংলা সংবাদ মাধ্যম

ঢাকা কলেজস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে নবীন বরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

রিপোর্টঃ হাসিবুর রহমানঃ শিক্ষা, সহযোগিতা, ভ্রাতিত্ব, একতা, এ স্লোগান নিয়ে ঢাকা কলেজস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে নবীন বরণ ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। ৫ই নভেম্বর মঙ্গলবার বিকেলে রাজধানীর ঢাকা কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদ এর সাধারণ সম্পাদক আ ক ম রফিকুল আলম,

গাইবান্ধা ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ শামীম কায়সার লিংকন, ঢাকা ট্যাক্সেস বার এর সদস্য এডভোকেট মোঃ ওবায়দুল হক সরকার, অরনেট গ্রুপ এর পরিচালক খন্দকার আব্দুল্লাহেল কাফি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম রফিক, জুম বাংলাদেশ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোঃ শাহিন প্রধান,

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা কলেজস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি শাওন খন্দকার, সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সংগঠনের প্রচার সম্পাদক মোঃ সুমন বসুনিয়া।

অনুষ্ঠানে নবাগত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়  

এবং আগত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পরে গাইবান্ধা ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ শামীম কায়সার লিংকন নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

Leave A Reply

Your email address will not be published.