বাংলা সংবাদ মাধ্যম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন ( ডিএনসিসি ডিইএ ) নির্বাচন ২০২৫-২৬ অনুষ্ঠিত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন ( ডিএনসিসি ডিইএ ) নির্বাচন ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ভোট দিয়েছেন ভোটাররা। আধুনিক ডিইএ গড়ার প্রত্যাশা প্রার্থীদের।

শনিবার (১১জানুয়ারী) রাজধানীর গুলশান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে ১২ টি পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ৯টি পদে ১৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজকের এই নির্বাচনে ৩টি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ৬৩ জন।

এই নির্বাচনে সভাপতি পদে মোঃ মিজানুর রহমান, মোঃ কামরুল হাসান ও মোঃ হারুন অর রশিদ, সহ-সভাপতি পদে আমিনুর রহমান চৌধুরী, মুহাম্মদ মনির হোসাইন ও ফজলে রাব্বি এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল হান্নান, মোঃ শামসুল আরেফিন ও মোঃ মনিরুজ্জামান প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন চলাকালীন সময়ে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলেন, আজকে আমাদের মিলন মেলা। এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর উন্নয়ন করার লক্ষ্য নিয়েই আমরা প্রার্থী হয়েছি। আমরা সকল প্রার্থী একে অপরের আপনজন। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই ‘ডিএনসিসি ডিইএ’ এর উন্নয়নে কাজ করব।

একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের কাছের মানুষ। যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (ডিএনসিসি ডিইএ) এর উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। এই এসোসিয়েশনের সকল সদস্যদের সুখ-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।

এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুস সাত্তার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী একে অপরের প্রতি আন্তরিক। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। প্রার্থীরা নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে। ভোটাররাও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে। এ সময় সহকারী নির্বাচন কমিশনার মোঃ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.