বাংলা সংবাদ মাধ্যম

ডিইএব কর্তৃক বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টঃ কাইয়ুম হোসেনঃ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব), গণপূর্ত অধিদপ্তর শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ মার্চ মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইল আইডিইবি ভবনের সোস্যাল গার্ডেন হলে এ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম । বিশেষ অতিথি, হিসাবে উপস্থিত ছিলেন ডিইএব কেন্দ্রীয় কমিটির সভাপতি, প্রকৌ. ইবনে ফজল সাইফুজ্জামান সন্টু, মহাসচিব প্রকৌ. কাজী সাখাওয়াত হোসেন, উপদেষ্টা প্রকৌ. মোঃ হানিফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডিইএব গণপূর্ত অধিদপ্তর শাখার আহ্বায়ক, প্রকৌ. এস. এম. আমিরুজ্জামান বিলাস। সঞ্চালনায় ছিলেন, সদস্য সচিব প্রকৌ. মোঃ সাখাওয়াত হেসেন । এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.