বাংলা সংবাদ মাধ্যম

ঝড়ো ব্যাটিংয়ে আইপিএলের রেকর্ড রানের পাহাড় হায়দরাবাদের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের অষ্টম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ২৭৭ রানের রেকর্ড গড়েছে হায়দরাবাদ। বুধবার (২৭ মার্চ) রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে এ রেকর্ড গড়ে দলটি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মুম্বাইয়ের বোলারদের শাসন করতে থাকে হায়দরাবাদ। দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও ট্র্যভিস হেড প্রথম থেকেই ছিলেন মারমুখী ভঙ্গিমায়। দলীয় ৪৫ রানে পঞ্চম ওভারে প্রথম উইকেটের পতন ঘটে। ব্যক্তিগত ১১ রানে হার্দিক পান্ডের বলে টিম ডেভিডের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর হেড ও আগরওয়াল মিলে গড়ে তোলেন ২৩ বলে ঝড়ো ৬৮ রানের জুটি।

দলীয় ১১৩ ও ব্যক্তিগত ৬২ রানে সাজঘরে ফেরেন হেড। অভিষেক শর্মা খেলেন ২৩ বলে ৬৩ রানের এক টর্নেডো ইনিংস। ম্যাচের বাকি সময়ে আর কোনো উইকেট পড়েনি হায়দরাবাদের। ২৮ বলে ৪২ রান করে এইডেন মার্করাম ও ৩৪ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন প্রোটিয়া ব্যাটার ক্লাসেন। ক্লাসেনের ইনিংসে ছিল চারটি ৪ ও সাতটি ৬।

মুম্বাইয়ের পক্ষে ১টি করে উইকেট পান হার্দিক পান্ডিয়া, পীযুস চাওলা ও জেরাল্ড কোয়েতজি।

Leave A Reply

Your email address will not be published.