বাংলা সংবাদ মাধ্যম

জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে খাল/ জলাশয় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নিয়ে মতবিনিময় সভা

প্রতিবেদন কাইয়ুম হোসেন : জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে খাল/ জলাশয় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর ২০২৪ ইং) বিকেলে মতিঝিলের যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবনের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবনাজমুল আহসান, সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান, (প্রড-১)

মতবিনিময় সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।

খাল পরিষ্কারকরণ সংক্রান্ত কর্মপরিকল্পনা:
➤ খাল পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধন: ০১ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ৯.০০টা।
> স্থান: ত্রিমোহনী, রামপুরা, ঢাকা।
➤ খাল পরিষ্কারকরণ কার্যক্রমের সময়কাল: ০১ নভেম্বর ২০২৪ তারিখ হতে ১৫ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।
> খাল পরিষ্কারকরণ কার্যক্রম মনিটর করার জন্য ০৬টি স্পটে ৬জন সম্মানিত পরিচালক এর নেতৃত্বে ছয়টি কমিটি

∎ জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ৬৪ টি জেলায় ৬৪ টি খাল পরিষ্কার করার কার্যক্রম গ্রহণ করেছে। আমি ঢাকা জেলার উপ- পরিচালক হিসেবে ঢাকা জেলার আওতায় রামপুরা- ইটাখোলা খাল পরিষ্কারকরণ কার্যক্রমের সাথে যুক্ত হতে পেরে আনন্দবোধ করছি। আমি গত ২৫ অক্টোবর ২০২৪ তারিখ রোজ শুক্রবার যুব সংগঠনের বেশ কয়েকজন প্রতিনিধিকে সাথে নিয়ে পুরো খালটি পরিদর্শন করি। পরিদর্শন করে প্রাপ্ত তথ্য উপাত্ত উপস্থাপন করছি।

খালের অবস্থান:
খালটি রামপুরা ব্রিজ হতে শুরু হয়ে রামপুরা গুদারাঘাট, মেরাদিয়া বাজার, বনশ্রী জে- ব্লকস্থ বাশপট্টি পর্যন্ত সোজা প্রবাহিত হয়ে বামদিকে বেঁকে খিলগাঁও ৭৫ নং ওয়ার্ডস্থ আঙ্গারজোড়া হয়ে ত্রিমোহনী গুদারাঘাট দিয়ে সোঁজা পূর্বদিকে প্রবাহিত হয়ে ইটাখোলা পেরিয়ে বালু নদীতে পতিত হয়েছে।

খালের উপর বাঁশের সাঁকোর অবস্থান:
> খালের নাব্যতা যেন নষ্ট না হয় সে জন্য রামপুরা ব্রিজ হতে ইটাখোলা পর্যন্ত ০৯ টি স্পটে ৯ টি বাশের সাঁকো রয়েছে।

> একটি সাঁকো হতে অপর একটি সাঁকোর দূরুত্ব ১ কিলোমিটারের কম।

> এই নয়টি বাঁশের সাঁকো সংলগ্ন এলাকায়-ই মূলত কচুরিপানাসহ নানা ধরনের ময়লা আবর্জনা রয়েছে।

> সাঁকোর আশ-পাশ এলাকা ছাড়া খালের মধ্যে কোনো কচুরিপানা বা আবর্জনা নেই।

➤ খাল পরিষ্কার করার জন্য বনশ্রী আইডিয়াল স্কুল সংলগ্ন বাঁশের ১নং সাঁকো হতে ইটাখোলা ৯নং সাঁকো পর্যন্ত ৬টি স্পটে খাল পরিস্কার কার্যক্রম পরিচালনা করা যেতে পারে।

৬৪ টি জেলায় ৬৪টি খাল পরিষ্কারকরণের মতো মহৎ কাজ সম্পন্ন করার মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচলনায় এক অভিনব ভূমিকা রাখতে যাচ্ছে যা নিঃসন্দেহে সর্বমহলে প্রশংসিত হবে। এ স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্বের বিষয়টি যুবরা যথাযথভাবে উপলব্ধি করতে পারবে । মতবিনিময় সভায় বিভিন্ন সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.