বাংলা সংবাদ মাধ্যম

চব্বিশ এর গণঅভ্যুত্থানে আহত পরিবার এবং এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

রিপোর্টঃ কাইয়ুম হোসেনঃ চব্বিশ এর গণঅভ্যুত্থানে আহত পরিবার এবং এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  হয়েছে। ২৬ মার্চ বুধবার বিকেলে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মাল্টিপারপাস বিল্ডিং এর অডিটরিয়ামে, জাতীয়তাবাদী চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ  ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল এর আয়োজনে এ ঈদ উপহার বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সম্মিলিত পেশাজীবি পরিষদ এর আহবায়ক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সাবেক সভাপতি ও বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, অধ্যাপক ডাঃ এ কে এম আজিজুল হক, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক, অধ্যাপক ডাঃ রফিকুল কবির লাবু, বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডঃ পারভেজ রেজা কাকন, বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ মো: নজরুল ইসলাম, ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সাবেক কোষাধ্যক্ষ ডাঃ জহিরুল ইসলাম শাকিল ।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, ইফতার মাহফিল উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ডাঃ রেহান উদ্দিন খান, সদস্য সচিব ডাঃ মোঃ নুরুজ্জামান খান (খসরু) সহ জাতীয়তাবাদী চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যান্য নেতৃবৃন্দ ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি ডাঃ আউয়াল, ইফতার মাহফিল শেষে চব্বিশ এর গণঅভ্যুত্থানে আহত পরিবার এবং এতিম শিশুদের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.