রিপোর্টঃ কাইয়ুম হোসেনঃ চব্বিশ এর গণঅভ্যুত্থানে আহত পরিবার এবং এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ বুধবার বিকেলে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মাল্টিপারপাস বিল্ডিং এর অডিটরিয়ামে, জাতীয়তাবাদী চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল এর আয়োজনে এ ঈদ উপহার বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সম্মিলিত পেশাজীবি পরিষদ এর আহবায়ক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সাবেক সভাপতি ও বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, অধ্যাপক ডাঃ এ কে এম আজিজুল হক, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক, অধ্যাপক ডাঃ রফিকুল কবির লাবু, বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডঃ পারভেজ রেজা কাকন, বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ মো: নজরুল ইসলাম, ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সাবেক কোষাধ্যক্ষ ডাঃ জহিরুল ইসলাম শাকিল ।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, ইফতার মাহফিল উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ডাঃ রেহান উদ্দিন খান, সদস্য সচিব ডাঃ মোঃ নুরুজ্জামান খান (খসরু) সহ জাতীয়তাবাদী চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যান্য নেতৃবৃন্দ ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি ডাঃ আউয়াল, ইফতার মাহফিল শেষে চব্বিশ এর গণঅভ্যুত্থানে আহত পরিবার এবং এতিম শিশুদের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।