বাংলা সংবাদ মাধ্যম

গোদাগাড়ী-তানোর উন্নয়ন ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টঃ কাইয়ুম হোসেনঃ গোদাগাড়ী তানোর উন্নয়ন ফোরামের উদ্যোগে গোদাগাড়ী ও তানোর বাসীদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । ৫ই ডিসেম্বর শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস মিলনায়তনে এ প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ১ আসনের বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক এমপি ও গোদাগাড়ী তানোর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মুজিবুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, সেক্রেটারি মোঃ গোলাম মর্তুজা। বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাতুল আলম।

এছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ ডাক্তার, শিক্ষক, সাংবাদিক ও আইনজীবী উপস্থিত ছিলেন । প্রীতি সমাবেশে ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মুজিবুর রহমান বলেন, গোদাগাড়ী-তানোরের উন্নয়ন ঘটাতে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের রাজধানী ঢাকায় যারা অবস্থান করেন তাদের দায়িত্ব আরো বেশী। গোদাগাড়ী-তানোরের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ যাবতীয় সমস্যা নিয়ে আমাদের ভাবতে হবে এবং এক্ষেত্রে যেখানে আমাদের সুযোগ আছে সেখানে সবার ভূমিকা রাখার ব্যাপারে আহ্বান জানান। এছাড়াও আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে উপস্থিত সকলের দোয়া চান এবং পরিবার ও প্রতিবেশীদের সালাম পৌঁছানোর অনুরোধ করেন।

Leave A Reply

Your email address will not be published.