দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে থাইল্যান্ডের আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেয়ার পাশাপাশি দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে।
শুক্রবার (২৬ এপ্রিল) থাইল্যান্ড আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।
বঙ্গবন্ধু তার অনুপ্রেরণার উৎস উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে অকালে হত্যা করা হলেও তার আদর্শ আমাদের মধ্যে রয়ে গেছে। তার আদর্শকে বাস্তবায়ণ করতে কাজ করছি। দেশের গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই আমার স্বপ্ন।
নিজের শাসনামলে দেশের উল্লেখযোগ্য অগ্রগতি ও উন্নয়ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্নভাবে ক্ষমতায় থাকায় এ অগ্রগতি অর্জন করা সম্ভব হয়েছে।
এসময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে জানান, অনেক বাংলাদেশি থাইল্যান্ডের নাগরিকত্ব পেয়েছেন, তবে তারা দ্বৈত নাগরিকত্ব রাখতে চান। দ্বৈত নাগরিকত্বের বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তাদের জবাবে বিষয়টি নিয়ে থাই সরকারের সাথে কথা বলবেন বলে আশ্বাস দেন সরকারপ্রধান।