খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও বাড়ল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। আগের দুই শর্তে ষষ্ঠ দফায় তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।
রোববার (২৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, এবারো শর্ত দেওয়া হয়েছে যে, নিজ বাসায় থেকে খালেদা জিয়াকে চিকিৎসা নিতে হবে এবং এ সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালত। রায়ের দিনই খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়। একই বছর ৩০ অক্টোবর মামলায় আপিলে তার আরও পাঁচ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। পরে সরকারের নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করা হয়।