কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ২
কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করাে হয়েছে। রবিবার সকালে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে দণ্ড প্রদান করা হয়।
রবিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বেলাল হোসেন বিভাগীয় ইউনিটকে সাথে নিয়ে কুষ্টিয়া সদর থানার আড়ুয়া পাড়া এবং হরিশঙ্করপুর এ অভিযান পরিচালনা করে। এসময় কুষ্টিা সদর থানা আড়ুয়া পাড়ার মোহাম্মদ সুবহানের পুত্র মোঃ মোস্তফা (৫০) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০০ টাকা অর্থদণ্ড অনাদায় আরো দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দ্বিতীয় আসামি কুষ্টিয়া সদর থানা হরিশঙ্করপুরের মুংলা শেখের পুত্র মোঃ মাহমুদ শেখ( ৩৮) কে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেন।