বাংলা সংবাদ মাধ্যম

‘ইদের পরেই ভাঙা হবে কারওয়ান বাজারের আড়তের ২ ঝুঁকিপূর্ণ ভবন’

রাজধানীর কারওয়ান বাজারের আড়তের দুটি ভবনই ঝুঁকিপূর্ণ। এগুলো যেকোনো সময় ভেঙে পড়তে পারে। ঈদের পরে ভবন দুইটি ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এই বাজার সরিয়ে নেয়া হচ্ছে অন্যত্র। এজন্য রাজধানীর গাবতলী বাস টার্মিনালের পাশে আমিন বাজারে তৈরি করা হয়েছে স্থায়ী কাঁচাবাজারের অবকাঠামো। সোমবার (১৮ মার্চ) বিকেলে নতুন এই পাইকারি বাজার পরির্দশনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, পুলিশ কমিশনারসহ ব্যবসায়ীদের প্রতিনিধি।

ডিএমপি পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, শহরের প্রাণকেন্দ্রে এমন আড়ত গ্রহণযোগ্য নয়। নতুন জায়গায় স্থানান্তর হবে কারওয়ান বাজারের ১৭৬ ব্যবসায়ীর প্রতিষ্ঠান।

ব্যবসায়ীদের নতুন জায়গা বরাদ্দ নিতে পরামর্শ দেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। যদিও ব্যবসায়ীরা মনে করেন, নতুন জায়গা এখনও ব্যবসার জন্য পুরোপুরি উপযুক্ত হয়নি।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পরিষ্কার বলে দিয়েছেন, সময়ক্ষেপণ হয়েছে অনেক। আর সময় দেয়া হবে না। দুর্ঘটনা হলে এর দায় নেবে কে?

Leave A Reply

Your email address will not be published.