বরিশালের হিজলা উপজেলার কৃতি সন্তান ইসলামী ব্যাংক বাংলাদেশ বিএলসি এর সদ্য পদোন্নতি প্রাপ্ত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডক্টর এম কামাল উদ্দিন জসিমকে হিজলা উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩রা নভেম্বর ২০২৪, রবিবার আইবিবি পিএলসি মতিঝিল কার্যালয় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
হিজলা উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আহ্বায়ক মেজর মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ও প্রধান সমন্বয়ক পূবালী ব্যাংক এর সিনিয়র অফিসার মোঃ তসলিম উদ্দিন এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ বিএলসি এর সদ্য পদোন্নতি প্রাপ্ত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডক্টর এম কামাল উদ্দিন জসিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইদুল হক, রূপালী ব্যাংক এর এ এস এম আহসান উল্লাহ, আইবিবি পিএলসি, এভিপি মোঃ আরিফুজ্জামান রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ গুলজার আলম, একরামুল হক নাসিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার কামরুল হক,
অন্যান্যদের মধ্যে হোসাইন উদ্দিন সাহেদ, ড. কে এম সাইফুল ইসলাম, মোশারফ হোসেন খোকন, কামরুল ইসলাম শাওন, হাসান এ লতিফ, সাইফুজ্জামান, সাইফুল ইসলাম, রহমত উল্লাহ, উজ্জ্বল সরদার সহ হিজলা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার সুধীজন উপস্থিত থেকে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত বক্তারা ড. এম কামাল উদ্দিন জসিমের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।