অবৈধ হাসপাতাল ও ক্লিনিক বন্ধে আপসহীনভাবে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ভুল চিকিৎসায় কারো জীবন চলে যাবে, তা হতে পারে না বলে স্পষ্ট উচ্চারণ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সংসদে এমপিদের প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব এমপিরা যদি সহায়তা করেন, তবে সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া সম্ভব। তাই সবাইকে প্রত্যেকের এলাকায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিষয়ে খোঁজ-খবর নেয়ার আহ্বান জানান তিনি।
ডা. সামন্ত লাল সেন আরও বলেন, দেশের সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তথ্য নেয়া হচ্ছে। একই সাথে সেসব জায়গায় প্রয়োজনীয় সরঞ্জামাদি আছে কি না সেটাও এমপিদের তদারকি করার আহ্বান জানান তিনি।