বাংলা সংবাদ মাধ্যম

‘অবশ্যই অন্য রকম একটা অনুভূতি কাজ করছে’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ওটিটি, টিভি, ইউটিউব নানা মাধ্যমে কাজ করলেও, এই প্রথম বড় পর্দার জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। বর্তমানে তরুণ নির্মাতা রায়হান রাফির ‘সুড়ঙ্গ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।

এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আফরান নিশো-তমা মির্জা। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিডেট। সিনেমায় কাজের অনুভূতি প্রকাশ করেন নানা বিষয় নিয়ে কথা বলেন এই অভিনেতা।

নিশো বলেন, অবশ্যই অন্য রকম একটা অনুভূতি কাজ করছে। ক্যারিয়ারে এটাই আমার প্রথম সিনেমা। সিলেটের সুনামগঞ্জের দুর্গম এলাকায় সবাই মিলে প্রায় ১০ দিন শুট করেছি আমরা। সেখানে সবার থাকা-খাওয়ার খুব কষ্ট ছিল। আমাদের সবার অনেক পরিশ্রম হলেও রুচিশীল ও মার্জিত কিছু দেখতে পাবে দর্শক।

অভিনেতা আরও বলেন, নির্মাতা রাফির সঙ্গে এটাই আমার প্রথম কাজ। সব সময়ই আমি চেষ্টা করি নির্মাতাদের সঙ্গে আরাম করে কাজ করতে। আর তাই অনেক আলোচনা করে জেনে-বুঝে কাজটা করেছি আমরা। এখনও দুই স্লটের শুট বাকি আছে। তবে যে পরিশ্রম করছি, সেটা আমাদের কাজে দেখতে পাবে দর্শক।

নিশোর সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে তমা বলেন, এই সিনেমায় আমার চরিত্রটা একটু ট্রিকি। নির্মাতা রাফির সঙ্গে আমি আগেও বেশ কিছু কাজ করেছি। তিনি কাজের প্রতি খুবই হেল্পফুল একজন মানুষ। আর নিশো ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। তিনিও আমাকে অনেক সহযোগিতা করেছেন, আমার কাজটাকে আরও সহজ করে দিয়েছেন নিশো ভাই।

Leave A Reply

Your email address will not be published.