বাংলা সংবাদ মাধ্যম

অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার ঢা.বি. উপ-উপাচার্য হওয়ায় এ্যাড. বলরাম পোদ্দারের অভিনন্দন

কাইয়ুম হোসেনঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার।

এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১৩(১) ধারা অনুযায়ী ড. সীতেশ চন্দ্র বাছারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগে করা হলো। এ উপলক্ষে অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, অ্যাডভোকেট বলরাম পোদ্দার। ২৬শে  জানুয়ারী শুক্রবার এ নিয়ে তার ফেইজবুকে একটি স্টাটাস দেন । স্টাটাসে তিনি লিখেন-অভিনন্দন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, নব নিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) ঢাকা বিশ্ববিদ্যালয়, শুভ কামনা।

উল্লেখ্য অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক। বর্তমানে তিনি ফার্মেসি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়ক।

Leave A Reply

Your email address will not be published.