নিজস্ব প্রতিবেদক :
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের সভাপতি লায়ন মো: দেলোয়ার হোসেন।
৭ই মার্চ সকালে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বঙ্গবন্ধুর প্রকৃতিতে ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের নিয়ে ফুলের শ্রদ্ধা অর্পণ করেন তিনি।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ, মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুর রহমান সাধারণ সম্পাদক আজগর লস্কর, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুব মহিলা, এর নেতাকর্মীরা ফুলের শ্রদ্ধা অর্পণ করে। ফুলের শ্রদ্ধা অর্পনের পরে দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন
৭ই মার্চের ভাষণ স্বাধীনতা আন্দোলনের প্রথম ভিত্তি, আর যারা আজকে ৭ই মার্চকে অস্বীকার করে, তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাস করে তা সন্দেহজনক। বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতা ৭ই মার্চ ছাড়া হতে পারে না।