বাংলা সংবাদ মাধ্যম

২০২৯ সাল থেকে ভারতে ‘এক দেশ এক ভোট’ নীতি কার্যকরের সুপারিশ

২০২৯ সাল থেকে ভারতের নির্বাচনে এক দেশ এক ভোট নীতির পক্ষে আবারও শুরু হয়েছে তোড়জোড়। এই নীতির পক্ষে সম্মতি দিয়েছে দেশটির নির্বাচন বিষয়ক বিশেষ কমিটি। শুক্রবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটি এ সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করে। বৃহস্পতিবার, বর্তমান প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কাছে ওই প্রতিবেদন পেশ করা হয়।

এতে বলা হয়, ভারতের সব রাজ্য ও লোকসভার ভোট একসাথে হওয়া উচিত। আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচনের সময় থেকেই তা কার্যকর করা যেতে পারে বলে জানানো হয়। কমিটিতে রামনাথ কোবিন্দ ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, সাবেক বিরোধী দলীয় নেতা গোলাম নবি আজাদের মতো নেতারাও রয়েছেন।

প্রতিবেদনে কমিটির সব সদস্যই লোকসভা ও বিধানসভার নির্বাচন একইসাথে করার পক্ষে মত দিয়েছেন। খরচ বৃদ্ধি, উন্নয়ন ও জীবনযাত্রার মান ব্যাহত হওয়াসহ বিভিন্ন কারণে ‘এক দেশ, এক ভোট’ নীতি প্রচলন করতে চায় বিজেপি সরকার।

Leave A Reply

Your email address will not be published.