বাংলা সংবাদ মাধ্যম

সরকারের মধ্যেই চোর, দ্রব্যমূল্য আর কমবে না: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না দাবি করেছেন, নির্বাচনের ১ মাসের মধ্যে দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। নিত্যপণ্যে দাম আরও বেড়েছে। সরকারের মধ্যেই চোর-ডাকাত আছে। তাই নিত্যপণ্যের দাম কখনও কমানো যাবে না।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে নাগরিক ঐক্যের গণস্বাক্ষর কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মিয়ানমার সীমান্তে বাংলাদেশের নিরীহ মানুষ মারা গেলেও তাদের নিরাপত্তায় সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি।

এ সময় বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার দেশকে মগের মুল্লুক বানিয়ে ফেলেছে। সরকার এখন বেসামাল অবস্থায়, আজ না হয় কাল তাদের বিচার হবেই।

Leave A Reply

Your email address will not be published.