বাংলা সংবাদ মাধ্যম

সরকারের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে: মির্জা ফখরুল

বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় সাজা প্রদান এবং কারান্তরীণ করার নির্মম খেলায় মেতে উঠেছে সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২১ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দখলদার আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের এ ধরনের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে।

তিনি বলেন, জনগণ ডামি আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে আন্দোলন সংগ্রামে আরও বেশি বলীয়ান হয়ে উঠেছে। সারাদেশে প্রতিনিয়ত বিএনপিসহ বিরোধী নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। এসময় তিনি এসব মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

Leave A Reply

Your email address will not be published.