বাংলা সংবাদ মাধ্যম

শিক্ষার মানোন্নয়নে অ্যাক্রিডিটেশন কাউন্সিলকে জোরালো ভূমিকা রাখতে রাষ্ট্রপতির আহ্বান

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রিডিটেশন কাউন্সিলকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১ এপ্রিল) বঙ্গভবনে অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাউদ্দীন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল কাউন্সিলের বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য শিক্ষার্থীদের সার্টিফিকেট অর্জনের পাশাপাশি গুণগত মানসম্পন্ন শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষার গুণগত মান উন্নয়নের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ফলে বিশ্ব পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতির উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোতে যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের ওপর জোর দেন রাষ্ট্রপ্রধান।

Leave A Reply

Your email address will not be published.