বাংলা সংবাদ মাধ্যম

রিক্রুটিং লাইসেন্স শ্রেণীবিন্যাসের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রিপোর্টঃ কাইয়ুম হোসেনঃ

রিক্রুটিং লাইসেন্স শ্রেণীবিন্যাস করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)- এর সদস্যবৃন্দ। ৯ অক্টোবর বুধবার সকাল ১১ ঘটিকায় রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বায়রার যুগ্ম মহাসচিব টিপু সুলতান, বায়রার সাবেক মহাসচিব কাজী মফিজুর রহমান, বায়রার কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক যুগ্ম মহাসচিব আবুল বাশার, বায়রার সাবেক সাংস্কৃতিক সম্পাদক কে এম মোবারক উল্লাহ শিমুল, বায়রার ইসি সদস্য আরিফুর রহমান, বায়রার অন্যতম সদস্য আতিকুল ইসলাম, বায়রা কল্যাণ পরিষদের সদস্য লিমা আক্তার, মেজবাউদ্দিন, শান্তদেব সাহা, ফাতেমা আক্তার লিমা প্রমুখ।

এতে বক্তারা বলেন, রিক্রুটিং লাইসেন্স শ্রেণিবিন্যাস বৈষম্যবিরোধী সরকারের নীতির পরিপন্থি। লাইসেন্স শ্রেণিবিন্যাস চালু হলে এ সেক্টরে চরমভাবে বৈষম্য তৈরি হবে । কোনোভাবেই এই ধরনের বৈষম্য বাস্তবায়ন করতে দেওয়া হবেনা বলে হুসিয়ারী দেন তারা। একই সাথে বক্তারা এই সেক্টরকে বৈষম্যহীনভাবে পরিচালিত করার জন্য রিক্রুটিং লাইসেন্সের অনৈতিক শ্রেণিবিন্যাস বন্ধ করে ব্যবসার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

মানববন্ধন কর্মসূচি শেষে এক প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বিশ্বের বিভিন্ন দেশে কর্মী প্রেরণে সকল রিক্রুটিং এজেন্সির জন্য সম-অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লাইসেন্স শ্রেণিবিন্যাস করার উদ্যোগকে সম্পূর্ণ অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত ও বাস্তবতা বিবর্জিত বলে উল্লেখ করা হয়। এই শ্রেণিবিন্যাস বাস্তবায়ন রহিত করার জন্য উপদেষ্টার কাছে জোর দাবি জানানো হয়।

Leave A Reply

Your email address will not be published.