বাংলা সংবাদ মাধ্যম

বাজার সিন্ডিকেটের দায় বিরোধী দলের ওপর চাপাতে চায় সরকার

বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির দায় বিরোধী দলের ওপর চাপিয়ে সরকার তাদেরকে আরেক দফা নিপীড়ন করতে চায় বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

সোমবার (১৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মন্ত্র আয়োজিত ‘সিন্ডিকেটের দৌরাত্ম্য ও বাজারে অব্যাহত দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে প্রতিবাদী অবস্থান’ কর্মসূচিতে সভাপতির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

জোনায়েদ সাকি বলেন, মুক্তবাজারের কথা বলে সরকার নিজের লোক দিয়ে বাজারে একচেটিয়া আধিপত্য করছে। পোষ্য কোম্পানির মাধ্যমে সিন্ডিকেট করে নিজেরাই ভাগবাটোয়ারা করছে। তারা নিজেরাই যেহেতু সিন্ডিকেট, এখন বিরোধী দলের ওপর দায় চাপিয়ে আরেক দফা বিরোধী দলের ওপর নিপীড়ন করতে চায় তারা।

তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণের স্বার্থে দেশে আমদানি উন্মুক্ত করতে হবে যেন মাত্র কয়েকটি কোম্পানি সমস্ত আমদানি করতে না পারে।

নির্বাচনে ভারতের সহযোগিতার কথা উল্লেখ করে সম্প্রতি দেওয়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে জোনায়েদ সাকি বলেন, আমরা জানতে চাই… ভারতকে কী কী দাসখত দিয়েছে, বাংলাদেশকে কী পরিমাণ বিক্রি করেছে?

 

Leave A Reply

Your email address will not be published.