বাংলাদেশ এলিভেটর এসকেলেটর এন্ড লিফট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন, বেলিয়া এর কার্যনির্বাহী কমিটি পরিষদের ২০২৪-২৬ সনের নির্বাচন অনুষ্ঠিত
বাংলাদেশ এলিভেটর এসকেলেটর এন্ড লিফট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন, বেলিয়া এর কার্যনির্বাহী কমিটি পরিষদের ২০২৪-২৬ সনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।
১ লা মার্চ শুক্রবার সকাল ১০ ঘণিকায় রাজধানীর শেরেবাংলা নগরের সংসদ এভিনিউ এর মনিপুরীপাড়ায় সংগঠনের নিজ কার্যালায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মোট ভোটার সংখ্যা ছিল ৫০ জন। প্রার্থী রয়েছেন ২৪ জন।এরমধ্যে ২১ জন প্রার্থী নির্বাচিত হবেন এবং প্রত্যেক প্রার্থীকে মোট ২১টি ভোট দিতে হবে । সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয় বিকেল চারটা পর্যন্ত চলবে।
প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন সংগঠনের সদস্য মোহাম্মদ মোজাম্মেল হক।
এছাড়াও সহকারী নির্বাচন কমিশনের মধ্যে রয়েছেন ইউসুফ সরকার, মোঃ রাসেল, ইঞ্জিনিয়ার আরিফ জামান ।
ভোটকেন্দ্রে আগত সংগঠনের সদস্যরা এবং সভাপতি এমদাদুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম উজ্জ্বল বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আগামী দিনগুলোতে এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ করে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করার ধীরের প্রত্যয় ব্যক্ত করেন।