রিপোর্টঃ কাইয়ুম হোসেনঃ বরিশালে মাহিলাড়া কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ৭ মার্চ শুক্রবার বিকেলে বরিশালে কীর্তনখোলা নদীর পাড়ের ৩০ গোডাউনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন- বিএম কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক, ব্যাচ ২০০৬ এর ছাত্র মো: শাওন জমাদ্দার, শেরে ই বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী, ব্যাচ ২০১৮ এর ছাত্র মো: মশিউর রহমান,
বরিশাল বিশ্ববিদ্যালযয়ের শিক্ষার্থী, ব্যাচ ২০১৮ এর ছাত্র মো: বাপ্পী সিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন মো: আল আমিন, তানজিলা আক্তার প্রমুখ। উল্লেখ্য মাহিলাড়া কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ১৪ ই মার্চ ঢাকা ধানমন্ডী ২ এর স্টার কাবাব রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মাহিলাড়া কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা, সেীদি প্রবাসী ফয়সাল বিন ফরিদ।