বাংলা সংবাদ মাধ্যম

পরী বললেন, ‘নিজের প্রেমেই বুদ হয়ে রই’

সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্ণতা ছড়ালেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। রোববার রাতে নিজের ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে তিনটি ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। যেখানে বেশ খোলামেলা রূপেই দেখা মিলল তার।

ছবিতে দেখা যায়, একটি রুমে গোসলের আগে পানিতে পা ভাসিয়ে বসে আছেন পরীমণি। কেবল সাদা একটি তোয়ালে জড়িয়ে আছেন শরীরে। সেই অবস্থাতেই ক্যামেরার দিকে তাকিয়ে বেশ কয়েকটি ছবি তুলেছেন তিনি।

ছবিগুলো ফেসবুকে প্রকাশ করে পরী লিখেছেন, ‘নিজের প্রেমেই বুদ হয়ে রই, অন্য প্রেমের সময় পাই কই’।

পরীমণির এই ক্যাপশন বুঝতে খুব একটা কষ্ট করতে হয়নি ভক্তদের। কারণ সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, জীবনে নতুন করে আর কোনো প্রেম আসবে না, সেটা লিখে দিতে পারেন তিনি।

এমন মন্তব্যের পরই ঠিক একই ক্যাপশনে নিজের প্রতি ভালোবাসা প্রকাশ করেই ছবিগুলো ফেসবুকে দিলেন পরী। তার সেই ছবিতে মুগ্ধতার কথা জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মন্তব্যঘরে তিনি একশব্দে লিখেছেন, ‘মুগ্ধ’।

Leave A Reply

Your email address will not be published.