শেষ কবে বলিউডের তিন খানকে সিনেমার পর্দায় একসঙ্গে দেখা গেছে তা বের করা কষ্টসাধ্য হলেও সম্প্রতি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে তাদের একসঙ্গে মঞ্চে দেখা যায়। তাদের আবার ছবিতে দেখা যাবে কী না এ নিয়ে জল্পনা তুঙ্গে। কারণ এই তিন খানের ফ্যানরাই চাচ্ছেন তাদের একই পর্দায় দেখতে।
শাহরুখ, সালমান ও আমির খানকে এবার সিনেমার পর্দায়ও কী একসঙ্গে দেখা যাবে? হঠাৎ করেই আমির খানের মুখে শোনা গেল এমন আশার কথা।
বৃহস্পতিবার (১৪ মার্চ) ছিল আমির খানের ৫৯তম জন্মদিন। এদিন সকালে মিডিয়ার কর্মীদের সঙ্গে কেক কাটেন তিনি। জন্মদিন উপলক্ষ্যে আমির খান তার প্রোডাকশন হাউসের অফিসিয়াল পেজ থেকে লাইভে আসেন। ভক্তদের সাথে আড্ডা গল্পে মেতে উঠেন। সেখানেই ভবিষ্যতে শাহরুখ খান এবং সলমান খানকে নিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন।
তিন খানের একসঙ্গে পর্দায় আবির্ভূত হওয়ার সম্ভাবনা সম্পর্কে আমির জানান, তারা অনেকদিন ধরেই এটা নিয়ে চিন্তা করছেন। তারা ৩ জনই একসঙ্গে কাজ করা এবং তাদের দর্শকদের জন্য বিশেষ কিছু তৈরি করার জন্য মুখিয়ে আছেন।