বাংলা সংবাদ মাধ্যম

ড. ইউনূসের সাজা স্থগিতের আদেশ অবৈধ: হাইকোর্ট

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের সাজা স্থগিতের আদেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। সোমবার (১৮ মার্চ) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান জানান, পিটাস হাস ইউনূসের মামলা নিয়ে যে স্টেটমেন্ট দিয়েছেন তা আদালত অবমাননার শামিল। তাকে আদালতে হাজির করার জন্য বা শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশনা চাওয়া হয়নি। তবে জেনেভা কনভেনশেন অনুযায়ী সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। তারপরও বিষয়টি আদালতের ওপর ছেড়ে দিয়েছেন বলেও জানান তিনি।

অপরদিকে, ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল-মামুন বলেন, যদি পিটার হাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, তাহলে জতিসংঘ, শান্তিতে নোবেল বিজয়ী, বিশ্বের বিশিষ্ট নাগরিক যারা ইউনূসের মামলা নিয়ে বক্তব্য বিবৃতি দিয়েছে তাদেরকেও এ মামলায় আনতে হবে। আর এটা করলে কি হবে তা সবাই জানে।

তিনি আরও বলেন, বাদিপক্ষের আইনজীবী কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই মামলা পরিচালনা করছেন। এতে সরকার, আদালত সবারই ক্ষতি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.