বাংলা সংবাদ মাধ্যম

আরও পাঁচ মামলায় গ্রেফতার জহির উদ্দিন স্বপন

কাইয়ুম হোসেনঃ

পল্টন থানার তিন ও রমনা থানার দুই মামলায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন রমনা থানার দুই মামলায় এবং অপর ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী পল্টন থানার মামলায় তাকে গ্রেফতার দেখান। আজ বিকেলে এসব মামলায় জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে এসব মামলায় গ্রেফতার দেখানোসহ জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ।

এদিকে নতুন এ পাঁচ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আগে আরও দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সব মিলিয়ে মোট সাত মামলায় গ্রেফতার দেখানো হলো। এরমধ্যে কোনো মামলাতেই এখন পর্যন্ত জামিন মেলেনি তার।

গত ২ নভেম্বর জহির উদ্দিন স্বপনকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে উপস্থিত করা হয়। এ মামলায় স্বপনের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। ওইদিন শুনানি শেষে আদালত তাদের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরপর ২৭ নভেম্বর পিস্তল ছিনতাই ও পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙচুরের অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় আদালতে স্বপনকে হাজির করা হয়।

পুলিশ কনস্টেবল হত্যার ঘটনায় গত ২৯ অক্টোবর রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপ-পরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করা হয়। এছাড়া মামলায় বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ ১৬৪ জনকে আসামি করা হয়।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভী, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুস সালাম, নিপুণ রায়, আমিনুল হক, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

Leave A Reply

Your email address will not be published.